রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বাংলাদেশকে ২০ রেলইঞ্জিন দিল ভারত

বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশকে ২০টি রেলইঞ্জিন দিল ভারত। অনুদানের ২০টি ব্রডগেজ লোকোমোটিভ (রেলইঞ্জিন) চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে হন্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৫টায় এ লোকোমোটিভগুলো ভারতের পশ্চিমবঙ্গের গেদে রেলস্টেশন থেকে দর্শনা রেল স্টেশনে এসে পৌঁছায়। এগুলোকে সৌহার্দ্যের স্মৃতি স্মারক বলছেন দুই দেশের সুধীমহল।

এ উপলক্ষে দর্শনা রেল স্টেশনে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যুক্ত হয়ে ভারতের পক্ষে দিল্লীর রেলভবন থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকারের রেলওয়ে কমিউনিকেশন, ইলেকট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। অপরদিকে বাংলাদেশের পক্ষ ঢাকা রেলভবন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় দিল্লীতে উপস্থিত ছিলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল ইসলাম।

দর্শনা রেল স্টেশনে লোকোমোটিভগুলো হস্তান্তর করেন ভারতের রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস। সেগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার, সিএসটিই (পশ্চিম) মো. মিজানুর রহমান, সিওপিএস মো. আহসানুল হক ভুইয়া, সিসিএম সজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী মো. আসাদুল হক, সিসিআরএনবি মো. আশরাফুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. কুদরত-ই-খুদা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় কর্মকর্তা এম এম রাজিব বিল্লাহ, শাহ-সুফী-মুহাম্মদ, মো. নাসির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, আশীষ কুমার মন্ডল, মো. মমতাজুর রহমান, মো. নাজিব কায়সার, মো. মোরশেদ আলম ও দর্শনা স্টেশন ম্যানেজার কামরুল হক। আর স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, দর্শনা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার নিতীশ বিশ্বাস, দর্শনা থানার ওসি ফৈরদৌস হোসেন।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের আমল থেকেই। আজকে যে
২০টি লোকোমোটিভ অনুদান দিল সেটি বন্ধুত্বের আরো একটি নিদর্শন। এটা দুই সরকারের একটা চুক্তির মাধ্যমে এসেছে। বর্তমানে ভারত সরকারের অর্থ্য়ানে বাংলাদেশ রেলওয়েতে আরো ৬টি প্রকল্প চলমান রয়েছে।

তিনি আরো বলেন, ইঞ্জিনগুলো প্রাথমিক পর্যায়ে আমরা ঈশ্বরদীতে নিয়ে যাচ্ছি। কিছু ইঞ্জিন রাজশাহীতে রাখব। সেখানে চেকিং হবে। এরপর আমাদের একজন হাই অফিসিয়াল রয়েছেন যাকে বলে রেল পরিদর্শক। তিনি এগুলো চেক করার পর রির্পোট দেবেন। তারপর এগুলো চালু হবে। আশা করি আগামী এক মাসের মধ্যে এগুলো আমাদের বহরে যোগ হবে। ইঞ্জিনগুলো ৩৩’শ হর্স পাওয়ারের। বিশেষ করে হাই লোডেড গাড়ি (মালগাড়ি) চালাতে পারব। প্রয়োজনে প্যাজেন্সার ট্রেনও চালাতে পারব। এগুলো খুবই ভালো। আমাদের ওয়েস্ট জোনে ৮০ ভাগ লাইনই ব্রডগেজ রয়েছে। সেখানে এগুলো সহজে চলবে। ইঞ্জিন নিয়ে যে সমস্যায় ভুগছিলাম সেখান থেকে আপাতত অনেকটাই মুক্ত হলাম।

এসআইএইচ

Header Ad
Header Ad

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। রোববার, ৬ এপ্রিল তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাশিয়া সফর শেষে সেনাপ্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় পৌঁছাবেন। সফরের পুরোটা জুড়ে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে মতবিনিময় করবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদনকারী কারখানাও পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।

Header Ad
Header Ad

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিএনপির সঙ্গে একমত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এই ঐক্যমত গঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মাঝে মধ্যেই সময়সীমা পরিবর্তনের প্রসঙ্গ আসায় উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই, বিচার চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করা।”

বৈঠকে আলোচনার মূল বিষয়গুলো:

ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে একমত হেফাজত ও বিএনপি

হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

আওয়ামী লীগকে "রাজনৈতিক দল হিসেবে বিচার" করার দাবিতে ঐক্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব

 

হেফাজতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।

বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে যেসব রাজনৈতিক অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতে দৃশ্যমান অগ্রগতি নেই। সেজন্য আমরা বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠনসহ জনবল ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর প্রস্তাব করছি।”

Header Ad
Header Ad

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর পাল্টা জবাব দিয়েছে বেইজিং। চীনের পাল্টা শুল্কারোপের ঘোষণার পরদিনই ভয়াবহ ধস নেমেছে মার্কিন শেয়ারবাজারে।

শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন সময় বিকেলে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা যায়। বিশেষ করে প্রযুক্তি ও শিল্পখাতভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক দরপতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দিনটিকে বলা হচ্ছে চলতি বছরের অন্যতম ভয়াবহ দিন মার্কিন স্টক মার্কেটের জন্য।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬ শতাংশ

নাসডাক সূচক কমেছে ৫.৮ শতাংশ

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ হারিয়েছে ২,২০০ পয়েন্ট, যা প্রায় ৫.৫ শতাংশ পতন।

টানা দ্বিতীয় দিন বড় ধরনের পতন দেখলো মার্কিন বাজার। আগের দিন বৃহস্পতিবারও বাজারে অস্থিরতা বিরাজ করেছিল, যা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির শুরুর সময়ের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনসহ বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে চীনের ওপর পূর্বে আরোপিত শুল্কের পাশাপাশি নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, যা মোট শুল্ক দাঁড়ায় ৫৪ শতাংশ।

শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় পাল্টা ঘোষণা দিয়ে জানায়, তারা ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। সেইসঙ্গে কিছু বিশেষ পণ্যের ওপর রফতানি নিয়ন্ত্রণও জারি করা হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আমাদের সার্বভৌম অধিকার রক্ষায় এবং বৈধ স্বার্থ সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে বাণিজ্যযুদ্ধের শঙ্কা এখন আরও প্রবল হয়ে উঠেছে।

এদিকে, চীনের ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “চীন ভুল খেলেছে। তারা আতঙ্কে আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই।”

এছাড়া ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশসহ কয়েকটি দেশকে উচ্চ হারে শুল্ক আরোপের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে এই তালিকা থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪