শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
শুক্রবার (১৯ মে) দুপুরে র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন হোসেন কলারোয়া পৌরসভার বাসিন্দা।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসামি রিপন হোসেন তার কক্ষে সুড়ঙ্গ তৈরি করে বসবাস করছেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়ায় উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি হরে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এ মামলায় চলতি বছরের ১৮ এপ্রিল সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও রিপন হোসেনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া ৪৪ জনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।
এসজি