শার্শায় সাংবাদিকের ওপর হামলা, মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ
যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা সংবাদদাতা ও বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার (৭ মে) শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মনিরুল।
শনিবার (৬ মে) রাত ৯টার দিকে শার্শা উপজেলার উলাশি পানবুড়ি বাজারে এ ঘটনা ঘটে।
মনিরুল জানান, পানবুড়ি বাজারে বকুলের চায়ের দোকানের সামনে শনিবার রাত ৯টার দিকে কাঠুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হাসান (৩০) তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি হাতুড়ি দিয়ে ভাংচুর করে। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
তিনি আরও জানান, গত ২২ মার্চ অভিযুক্ত হাসানের বিরুদ্ধে দৈনিক লোকসমাজ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদকে কেন্দ্র করেই এ হামলা চালায় কাঠুরিয়া গ্রামের মৃত বাবুর আলীর ছেলে হাসান।
হাসানের বিরুদ্ধে চুরি-ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অপরাধী যেই হোক তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের প্রতি হাসানের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
/এএস