নড়াইলে মাসজুড়ে ঐতিহ্যবাহী নিশিনাথের পূজা
নড়াইলে চলছে ঐতিহ্যবাহী নিশিনাথের পূজা। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইল ফুলতলা সড়কের পশ্চিম পাশে ৩০০ বছরের পুরোনো হিন্দুদের তীর্থস্থান নিশিনাথ তলায় এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের হিন্দু সম্প্রদায়ের লোকের সমাগম ঘটে এ পূজায়।
প্রতিবছর বৈশাখ মাসের শনি ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পায়ে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ ভিক্টোরিয়া কলেজের পাশে ঐতিহাসিক বাধাঘাট এলাকার চিত্রা নদী থেকে কলসে করে জল নিয়ে প্রায় ১০ শতক জমির উপর নিশিনাথ তলা বটগাছে জল ঢেলে ধুপকাঠি জ্বালিয়ে মনোবাসনা পূরণের জন্য মানত করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে থাকে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের হিন্দু সম্প্রদায়ের লোক আসেন এখানে। মেলাকে ঘিরে মাসব্যাপী নানা পসরা নিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। আর ধর্মীয় অুনষ্ঠান চলে রাতদিন।
ভক্তরা জানান, নিশিনাথ ঠাকুরের সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয় এবং গাছে ইট বেঁধে রাখলে মনোবাসনা পূরণ হয়। গাছে পানি ঢেলে তার নিচে বসে স্নান করলে রোগমুক্তি হয়। তাদের বিশ্বাস, বাবা নিশিনাথ তাদের মানত পূরণ করেন, তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না।
নিশিনাথ তলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক কার্তিক কুমার দাস বলেন, পূজা উপলক্ষে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। আনুমানিক ৩০০ বছর ধরা হলেও বাস্তবে কত বছর আগে থেকে এ পূজা শুরু হয়েছে সেটার কোনো হিসাব নাই।
উল্লেখ্য, স্থানীয়ভাবে এটি নিশিনাথ তলার মেলা হিসেবেই বেশি পরিচিত। নিশিনাথ একসময় এ এলাকায় বড় ডাকাত ছিলেন। পরবর্তীতে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ডাকাত নিশিনাথ এই বটগাছে বসে ধ্যান করতেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এই গাছ অত্যন্ত পবিত্র।
এসজি