প্রবেশপত্র আটকিয়ে টাকা আদায়ের অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ১৩ জন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী বিনা টাকায় প্রবেশপত্র পেয়েছেন। শনিবার (২৯ এপ্রিল ) সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এ অভিযোগ তোলেন।
পরীক্ষার্থীরা জানায়, সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার তাদের কাছ থেকে ২০২৩ সালের পরীক্ষার ফর্ম পূরণের সময় ৩ হাজার টাকা করে নিয়েছেন। এখন কেন্দ্র ফি বাবাদ আরও ৮২৫ টাকা চাচ্ছেন। এই টাকার জন্য তিনি প্রবেশপত্র আটকিয়ে রেখেছেন । এজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, প্রতি পরীক্ষার্থীকে ৮২৫ টাকা কেন্দ্র ফি দিতে হবে। কেউ অনুপস্থিত থাকলেও কেন্দ্র সচিবকে তার এই টাকা বুঝিয়ে দিতে হবে। সেই কারণে প্রবেশপত্র দেওয়ার সময় টাকা চাওয়া হয়েছিল। এখন নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিনা টাকায় প্রবেশপত্র দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিনা টাকায় দিয়ে দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা তদন্ত হবে। প্রবেশপত্র আটকিয়ে অবৈধভাবে টাকা আদায় অন্যায় কাজ।
এসআইএইচ