বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে
প্রতিবারের মতো এবারও বাগেরহাটে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে। মুসল্লিদের আধিক্যের কারণে এই মসজিদে এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ এপ্রিল) বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, এবার ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত ৮টায় ও সর্বশেষ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ষাটগম্বুজ এই মসজিদে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এ ছাড়া জেলা শহরের প্রধান প্রধান সড়কে ঈদ মোবারক লিখিত প্ল্যাকার্ড ও ব্যানার স্থাপন করবে স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু সদন, হাসপাতাল ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হবে। বিশেষ সরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে।
অপরদিকে বন্দর নগরী মোংলায় প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত হবে পৌর ঈদগাহে সকাল সাড়ে ৭টায় এবং মুসল্লিদের আধিক্যের কারণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধ শেখ আব্দুর রহমান জানান, মুসল্লিরা যাতে ঈদের নামাজ স্বাচ্ছন্দ্যে আদায় করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ণিল আলোয় সাজানো হয়েছে মেরিন ড্রাইভ রোড ও সরকারি ভবনগুলো।