রামপালের দাউদখালী নদীর উপর ব্রিজের নির্মাণ কাজ শুরু
বাগেরহাটের রামপালের দাউদখালী নদীর উপরে ৩৬০ মিটার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজটি নির্মাণে ৫৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ধরা হয়েছে। আর এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে এখানকার লোকজনের চলাচলে উন্নতি ঘটবে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আসেন স্থানীয় সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তনে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় রামপাল ও মোংলায় প্রায় প্রতিটি নদী ও খালের উপর ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই এলাকার ৪ লাখ মানুষের যাতায়াতের জন্য সড়ক ও ব্রিজ নির্মাণ করেছে সরকার। এবার রামপাল সদরের সাথে সরাসরি বাঁশতলী ইউনিয়ন ও ভোজপাতিয়া ইউনিয়নবাসীর চলাচল করতে সহজ ও দ্রুততর হবে।
উপমন্ত্রী আরও বলেন, এই এলাকার মানুষের যাতায়াতের জন্য বিশেষ অবদান রেখেছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তার দিক নির্দেশনায় এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, ম্যাক্স ইনফ্রাক্টসার লি. নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই ব্রিজটি নির্মাণ করছে। আগামী ২০২৫ সালের ২৫ জুন ব্রিজের কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে। ব্রিজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট।
এসআইএইচ