শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৭ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আসাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালের ১২ জুলাই হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ বাড়ির পাশের বাগানে খেলা করছিল। এরপর আর সে বাড়িতে ফেরেনি। ঘটনার ৬ দিন পর গ্রামের পাটখেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদী হয়ে পরদিন ১৯ জুলায় ৫ জনকে সন্দেহজনক আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। তদন্ত চলাকালে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা নিরব হোসেন ২০১৪ সালের ১৭
জানুয়ারি আসাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসাদুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
অজিত কুমার বিশ্বাস জানান, শিশু আসাদকে বলাৎকারের উদ্দেশে পাটখেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসাদুল।
এসজি