বন্ধন এক্সপ্রেসে অভিযান, মদ ও ভারতীয় পণ্য জব্দ
কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী 'বন্ধন এক্সপ্রেস' ট্রেনে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বেনাপোল রেলস্টেশনে ভারতীয় এসব পণ্য ও মাদক জব্দ করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমসের উপ-কমিশনার তানভীর আহম্মেদ, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া প্রমুখ।
বেনাপোল স্টেশন সূত্র জানায়, গোপন সংবাদে টাস্কফোর্সের কর্মকর্তারা জানতে পারেন চোরাকারবারিরা কলকাতা-খুলনাগামী 'বন্ধন এক্সপ্রেস' ট্রেনে অবৈধভাবে পণ্য আনছেন। এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে বেনাপোল রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযানিক দল ট্রেনে অভিযান চালায়।
এ সময় ১৩ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জব্দ করেন তারা। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল।
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এএজেড