রপ্তানি বন্ধ, বেনাপোলে হাজারো পণ্যবাহী ট্রাক আটকা
মিথ্যা মামলা থেকে মুক্তিসহ ভারতের পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে দুটি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে দুই দিন ধরে পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি চলছে। ফলে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে বন্দরনগরী বেনাপোলে আটকা পড়েছে হাজারো পণ্যবাহী ট্রাক।
রবিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি বলেন, সাতক্ষীরার মোস্তফা অরগানিক নামক একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান গত ১৮ মার্চ তিন টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহী ওই ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বাংলাদেশি ট্রাকচালক সুশঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ লাল্টুর বিরুদ্ধে মামলা দেয় বিএসএফ। তাদের গ্রেপ্তার করে পেট্রাপোল থানা পুলিশ।
বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি কার্যক্রম স্বাভাবিক আছে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের বিষয় বলে জানান তিনি।
এসজি