যশোরে ছুরিকাঘাতে ২ যুবক খুন
যশোরে ইউনুছ (২৭) ও নাহিদ (১৮) নামে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে এবং দুর্বৃত্তের ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা দুটি ঘটেছে শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরতলির ঘুরুলিয়া গ্রামে ও পূর্ববারান্দী নাথ পাড়া নদীর পাশে মাঠের মধ্যে। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত ইউনুছ ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ও নিহত নাহিদ শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে।
প্রতাক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের কারণে ইউসুফের সঙ্গে তার ছোট ভাই ইউনুছের হাতাহাতি হয়। এ সময় ইউসুফ তার ভাই ইউনুছের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিনে রাত ৯টার দিকে পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায় দুর্বৃত্তরা । নাহিদের গোংড়ানোর আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পরে নাহিদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মূলত ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে তারা মারা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, পৃথক দুটি ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কি কারণে খুন হলো পুলিশ বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখছে।
এসআইএইচ