নড়াইলে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
নড়াইলে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (৩১ মার্চ) নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল, রুপগঞ্জ বাজার ও সদর উপজেলার গোবরা বাজারের মুদি, মিষ্টি, পোশাকসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স বিশ্বাস ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স আবু মোসা স্টোরকে ৫০০ টাকা, মেসার্স মোল্যা ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা, মেসার্স মামা ভাগ্নে ফল ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স লাবিয়া কসমেটিকসকে ২ হাজার টাকা, মেসার্স গোবরা মিষ্ঠান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স হাফিজুর স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সেলিম স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স আব্দুল ওয়াহাব মিষ্ঠান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমজানের শুরু থেকে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তাদের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসআইএইচ