নড়াইলে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১০ হাজার কৃষক
নড়াইলে চলতি মৌসুমে বিনামূল্যে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। সম্প্রতি জেলার তিনটি উপজেলায় কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার তিনটি উপজেলায় মোট ১০ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বীজ ও সার বিতরণ করা হয়েছে। তার মধ্যে নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৪০০, কালিয়া উপজেলায় ৩ হাজার ৫০০ এবং লোহাগড়া উপজেলায় ২ হাজার ১০০ জন কৃষক এই সার ও বীজ পেয়েছে। এদিকে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানের বীজ ও রাসায়নিক সার পেয়ে খুশি কৃষকরা। কৃষকের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
সার ও বীজ পাওয়া নড়াইল সদর উপজেলার তুলারামপুরের দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বিনামূল্যে সার ও বীজ দিয়ে ফসল আবাদ করে আমরা লাভবান হবো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃষকের দিকে খেয়াল রাখার জন্য, পাশে থাকার জন্য।
কৃষাণী কবিতা বলেন, বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। আমরা নিতে আসছি। এই সার ও বীজ দিয়ে আমরা ভালো ফসল ফলাতে পারব।
কৃষক সন্তোষসহ আরো কয়েকজন জানান, তারা ধান-বীজ ও টিএসপি এবং পটাশ সার পেয়েছেন। আগে যে ধান বীজ রোপন করতেন তার চেয়ে কৃষি বিভাগের দেওয়া এই উচ্চ ফলনশীল ধান বীজে ফলন ভালো পাবেন বলে আশা করছেন তারা। ভবিষ্যতেও যেন কৃষকের পাশে থাকেন সরকার সেই দাবিও করেন।
এ ব্যাপারে নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামান বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ সর্বদা কৃষকদের পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে।
এসআইএইচ