বেনাপোলে ৬০ স্বর্ণের বারসহ প্রাইভেটকার জব্দ

ভারতে পাচারকালে যশোরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ ১টি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি সদস্যরা। আটক স্বর্ণের মূল্য ৯ কোটি ১৭ লাখ টাকা বলে এক প্রেস ব্রিফিংয়ে জানায় বিজিবি।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাতে রাজারহাট এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭) স্বর্ণের চালানটি আটক করা হয়।
এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ঢাকা থেকে সাদা রংয়ের ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭ নাম্বারের একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ স্বর্নের চালান পাচারের জন্য বেনাপোল যাচ্ছে-এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল রাজারনহাট এলাকায় প্রাইভেটকারটি থামানোর চেস্টা করে। চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই দ্রুত প্রাইভেটকার থেকে নেমে চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা দুর্ঘটনা স্থান থেকে প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। যার ওজন ৯ কেজি এবং বাজার মূল্য ৯ কোটি ১৭ লাখ টাকা।
আটক স্বর্ণ যশোর কোতওয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাইভেটকারটিও থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এসআইএইচ
