'শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়'

খুলনায় বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। তিনি শনিবার (০৪ ফেব্রুয়ারি) খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। নগরীর কেসিসি মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার সারা দেশব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ আন্দোলন কর্মসূচি সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু ও মহানগর যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করে। বেলা ১১ টা থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। এরপর বেলা সোয়া ১২ টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কাজ শুরু হয়। জেলা ওলামা দল সভাপতি মাওলানা ফারুক হোসেন তেলাওয়াত করেন।
এএজেড
