বাগেরহাটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআনের অবমাননা ও সিলেবাসে অসঙ্গতিপূর্ণ তথ্য সংযুক্ত করা প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে। পরে শালতলা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মহা গ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম অবমাননার মাধ্যমে মুসলমানদের অন্তরে আঘাত করা হয়েছে। সাথে সাথে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেয়া হয়েছে। শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা অংকন করা হচ্ছে।
পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন নাগরিক, সাধারণ শিক্ষার্থীরা ও রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
এএজেড
