সত্তোরোর্ধ্বদের বিনামূল্যে চা খাওয়ান দোকানি

চা দোকানি হোসাইন শেখ (৪৫)। চা, বিস্কুট, পারুটি বিক্রি করেই চলে যার সংসার। নিজে আর্থিকভাবে তেমন সচ্ছল না হলেও বৃদ্ধদের কথা ভেবে নিয়েছেন প্রশংসানীয় এক উদ্যোগ। সত্তোরোর্ধ্বদের বিনামূল্যে চা খাওয়াচ্ছেন তিনি। নড়াইল সদর উপজেলার আউড়িয়া মোড়ে তার এ চায়ের দোকান। তিনি আউড়িয়া গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।
হোসাইনের দোকানের সামনে কাগজে বড় করে লেখা রয়েছে, এখানে নিজ উদ্যোগে সত্তোরোর্ধ্ব বয়সীদের ফ্রী-তে চা খাওয়ানো হয়। দোকানে টাঙানো লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তা অনেকের নজর কেড়েছে। অনেকেই ভীড় করছেন তার দোকানে বিষয়টি স্বচক্ষে দেখতে। প্রতিদিন অনেকে বৃদ্ধ এসে বিনামূল্যে তার দোকান থেকে চা খাচ্ছেন।
এমন উদ্যোগ নেয়ার কারণ জানতে চাইলে চা দোকানি হোসাইন শেখ বলেন, সে দীর্ঘ দিন ধরে চা বিক্রি করছে। তার দোকানে প্রতিদিন অনেক বয়স্ক মুরব্বিরা চা খেতে আসেন। অনেক মুরব্বি আছে যারা অবহেলিত। ছেলে মেয়ে আছে তাদের বাবার হাতে টাকা পয়সা দিতে পারেনা। সেই থেকে তাদের প্রতি আমার আন্তরিকতা ও ভালোবাসা জন্মে। এ কারণে সত্তোরোর্ধ্ব মুরব্বিদের বিনামূল্যে চা খাওয়ানোর সিদ্ধান্ত নিই।
তিনি আরও বলেন, প্রতিদিন অনেক বয়স্ক সত্তোরোর্ধ্ব লোকদের চা খাওয়াচ্ছেন। অনেক মুরব্বি আছে দোকানে কাগজে লেখা পড়তে পারে না। কিন্তু চা খাওয়া শেষ হলে যখন বলি টাকা দেয়া লাগবে না। তখন তারা আমাকে যে দোয়া ও ভালবাসা দেয় তা বলে বোঝানো যাবেনা। তার ইচ্ছা যত দিন তার এ ব্যবসা চালু থাকবে তত দিন এভাবেই তাদের ফ্রি চা খাওয়াবেন। এতে সে খুব আত্মতৃপ্তি পান।
চা খেতে আসা স্থানীয় কৃষক গোলাম রাসুল বলেন, চা দোকানদার হোসাইন খুব ভাল উদ্যোগ নিয়ে৷ এতে তারা খুবই খুশি। ভ্যান চালক কুদ্দুস শেখ বলেন, হোসাইন খুব ভাল ছেলে সে আমাদের ফ্রি চা খাওয়াচ্ছে এতে আমরা খুব খুশি। আমি তার জন্য দোয়া করি সে যেনো আরও ভাল কাজ করতে পারে।
স্থানীয় আরও কয়েকজন বলেন, হোসাইন খুব গরিব মানুষ তার সেইরকম সামর্থ্য নাই তারপরও সেই এলাকার সব বয়স্ক লোকদের ফ্রি চা খাওয়াচ্ছে এটি আসলেই প্রশংসার দাবি রাখে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। তার এই মহৎ উদ্যোগে আমরা এলাকাবাসী খুব খুশি। তার এই কাজ দেখে অন্যদের ও এগিয়ে আসা উচিত।
আউড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য উসমান শেখ বলেন, চা দোকানি হোসাইন খুব ভাল ছেলে। সে যে উদ্যোগ নিছে সেটি আসলেই খুব ভাল। কারন সত্তোরোর্ধ্ব মুরব্বি, বয়স্ক লোক যারা আছেন তাদের আয় রোজগার খুবি কম, নেই বল্যেই চলে তাদের কে ফ্রি তে চা খাওয়ানো এটা আসলেই খুব ভাল উদ্যোগ এবং প্রশংসনীয়।
এএজেড
