রাশিয়ার ২ জাহাজে এলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং নবরষ্ট্রি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। রবিবার (২৯ জানুয়ারি) বিকালে 'এম ভি আনকা সান' এবং 'এম ভি স্পোডিল্লা' নামে জাহাজ দুটি রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করে।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরে দুটি বিদেশি জাহাজ ভিড়েছে। এখন সে জাহাজ থেকে বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
রাশিয়া থেকে আসা ভ্যানুয়াটি পতাকাবাহী 'এমভি আনকা সান' জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, এ জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৯৭৯ প্যাকেজের ১৪০০ দশমিক ৪২ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করার পর সেগুলো দুই দিনের মধ্যে খালাস করে সড়ক পথে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এদিকে একই দিনে অপর আরেকটি জাহাজ লাইব্রেরিয়া পতাকাবাহী 'এমভি স্পোডিল্লা'য় এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ মেট্রিক টন মেশিনারি পণ্য। এ জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের পরিচালক ক্যাপ্টেন শাহীন ইকবাল বলেন, বন্দরের ৮ নম্বর জেটিতে দুপুর ৩টায় জাহাজটি নোঙর করে। এরপর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। এ জাহাজ থেকেও দুই দিনের মধ্যে মেশিনারি পণ্য খালাস শেষে সড়ক পথে রূপপুরে পৌঁছে দেওয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, সক্ষমতার দিক দিয়ে এই বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে আমদানি হওয়া দেশের বড় বড় সব মেগা প্রকল্পের পণ্য এই বন্দরে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধার ফলে বিদেশিরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।
এসজি
