বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। আজ শুক্রবার (২০ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পোর্ট থানার পুলিশ।
গ্রেপ্তারি পরোয়ানা আসামিরা হলেন - বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে সোহাগ আলি (২০), ভবেরবেড় গ্রামের রাজু আহম্মেদের ছেলে মানিক (২৪), গাতিপাড়া গ্রামের খুসতার আলীর ছেলে লাল্টু হোসেন (১৯), পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহিদুল্লাহ (২৪), ভবেরবেড় গ্রামের মৃত- শামসুর রহমানের ছেলে সুমন (২২), ভবেরবেড় গ্রামের মৃত-শামসুর রহমানের ছেলে আবুল বাশার (৪৫), ভবেরবেড় পশ্চিমপাড়ার রুস্তম হোসেনের ছেলে জুলু (২৫)।
মাদক মামলায় গ্রেপ্তার তিনজন আসামি হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ৫ নং ওয়ার্ডের মৃত- রবিউল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৫), গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফুল(২৬), বড় আঁচড়া গ্রামের মৃত- শুকুর আলীর ছেলে সফি (৩৫)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আসামিদের আজ বিকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এএজেড
