সীমান্তে অপরাধ দমনে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে পতাকা বৈঠক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে জেলার নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির উদ্যোগে দেবহাটা উপজেলার রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডাররা স্ব স্ব বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, হত্যা বন্ধ, বিএসএফ/ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তঃ সীমান্ত অপরাধ কমাতে আলোচনা হয়েছে।
এ ছাড়াও উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে-অপরের সার্বিক সহযাগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছেন বলে জানান নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান।
তিনি আরও জানান, পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে।
ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান। অপরদিকে ভারতীয় ৮ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক শাহ খালেদ ইমামসহ দুজন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর পাঁচজন কর্মকর্তা। বিএসএফের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমারসহ অন্যান্য পদবীর তিনজন কর্মকর্তা।
এসআইএইচ
