সাতক্ষীরায় ভেজাল মধুসহ প্রতারক আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই বস্তা চিনির সঙ্গে ১০০ গ্রাম মধু দিয়ে ৪০০ কেজি ভেজাল মধু বানানোর অভিযোগে কামাল হোসেন (৩০) নামে এক প্রতারককে ৩ লাখ টাকা জরিমানা ও ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলার সিংগা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক কামাল হোসেনকে হাতেনাতে আটক করে এ জরিমানা ও জেল দেয়া হয়। তিনি শ্যামনগর উপজেলার দক্ষিণ কদম তলা গ্রামের রুহুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান। এ ব্যাপারে মোকলেছুর রহমান বলেন, কামাল হোসেন দীর্ঘদিন ধরে কলারোয়ার সিংগা গ্রামে বাসা ভাড়া নিয়ে ভেজাল মধু বানাতেন। চিনি ও মধুর সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে মধু তৈরী করতেন তিনি।
একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে সিংগা এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতে নাতে আটক করে। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ৪হাজার ৮০০ কেজিরও বেশি ভেজাল মধু।
পরে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস ২০১৫ সালের খাদ্য আইনের ২৫ ধারায় আটককৃত কামাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং ১বছরের বিনাশ্রম জেল দেন।
এএজেড
