গোরস্থানে অর্ধশত বৃক্ষ রোপন
কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী যুগপূর্তি অনুষ্ঠিত
২০১০ সালের ডিসেম্বরে বিজয় র্যালীর মাধ্যমে কালপুরুষ নামে যাত্রা আরম্ভ করেছিলো কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ। আজ ৩১ শে ডিসেম্বর, ২০২২ ইং বিকাল ৫ টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে প্রতিষ্ঠার যুগপূর্তি ও মহান মুক্তিযুদ্ধের ৫১ তম বিজয় দিবস উপলক্ষ্যে ৫১ টি বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২১ টি ঔষধি নীম গাছ, ১৫ টি ফলজ কাঠাল গাছ, ১৫ টি বনজ লম্বু গাছ, মোট ৫১ টি গাছের ১ টি রোপন করে বাকি ৫০ টি গোরস্থানে দায়ত্বশীল কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ (কালপুরুষ) এর পক্ষ থেকে।
উপযোগী স্থান বাছাই করে গোরস্থান কতৃপক্ষ বছরের শুরুর দিনে বাকি অর্ধশত বৃক্ষ রোপন করবে। কুষ্টিয়া যুব সমাজকে সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মকান্ডে উদ্বুদ্ধ করতে ২০১০ সালে প্রতিষ্ঠা হয় সংগঠনটির।
কালপুরুষ তথা কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সহযোগিতায় ২০১৫ সালের আগষ্টে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ২১ টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতর প্রেক্ষিতে গড়ে ওঠে সম্মিলিত সামাজিক জোট। বর্তমানে অর্ধশত সংগঠন কাজ করছে জোটে।
উল্লেক্ষ্য যে প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, জাতীয় চিঠি উৎসব, ব্লাড গ্রুপিং কর্মসূচি, বিভিন্ন জাতীয় ইস্যুতে মানববন্ধন, জাতীয় দিবসে র্যালী, স্কুল কুইজসহ শতাধিক সফল কর্মসূচি এবং করোনা কালীন জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দলে ব্যাপক ভূমিকা পালনের জন্য ২০২২ সালে সার্ক ব্রিলিয়্যান্স এওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড অর্জন করে যথাক্রমে নেপাল ও ভারতে।
যুগপূর্তি কর্মসূচির বৃক্ষ রোপন করে কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সম্মিলিত সামাজিক জোটের সহ প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন বিগত একযুগে শতাধিক স্বেচ্ছাসেবক নেতৃত্ব তৈরী হয়েছে এ সংগঠনের মাধ্যমে যারা বর্তমান্র বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাব ও সংগঠনে নেতৃত্ব দিচ্ছে কুষ্টিয়াসহ সারা দেশে, আগামীতে চমক আসছে কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রজেক্টের মাধ্যমে।
এএজেড