শার্শা সীমান্তে ৬২ স্বর্ণের বারসহ আটক ২

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া এলাকা থেকে ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে গোড়পাড়ার আমতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক পাচারকারীরা হলেন-নাইম হোসেন (৪০) ও আজহারুল ইসলাম(৩৫)। উভয়ই শার্শা উপজেলার বাসিন্দা।
এ ব্যাপারে নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদে মাধ্যমে তারা জানতে পারে যে গোড়পাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচারের উদ্দেশে ভারতে যাচ্ছে। এমন গোপন সংবাদে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ২৫ গ্রাম। যার বাজার মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জব্দ করা স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এসআইএইচ
