খুলনায় বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

খুলনা সিটি কর্পোরেশনের সদর থানা এলাকার একটি বাসা-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে নগরীর ২৭নং ওয়ার্ডের রায়পাড়া মেইন রোডে অবস্থিত কাজী গোলাম কিবরিয়া মিলনের তিন তলা বাসা-বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
বাসার ম্যানেজার মোঃ ফয়সাল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমি ঘটনা স্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক টুটপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
খুলনা রায়পাড়ার এলাকার বাসিন্দা মোশারফ হোসেন জানান, কাজী গোলাম কিবরিয়া মিলনের তিন তলায় হঠাৎ আগুন দেখে এলাকাবাসীরা ছোটাছুটি করতে থাকে। এ সময় একজন ঐ বাসার ম্যানেজার মোঃ ফয়সালকে ফোন দেন। ফোন পেয়ে ফয়সাল ঘটনাস্থলে আসেন। ফয়সাল ফায়ার সার্ভিসকে ফোনে খবর দিলে তাৎক্ষণিক টুটপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরে সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, মোবাইলে খবর পাওয়ার সাথে সাথেই সেখানে গিয়ে ২৫-৩০মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে ১লক্ষ ৩০হাজার টাকার মালামালের ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ১০ লক্ষ টাকার ক্ষতির সম্ভবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এএজেড
