বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ১

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তায়েব আলী সানা সাতক্ষীরার আশাশুনি উপজেলার একসরা গ্রামের মৃত মনির উদ্দিন সানার ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে খারদ্বার এলাকা থেকে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন দীর্ঘদিন ধরে সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে হরিণ শিকার করে দেশের বিভিন্নস্থানে মাংস বিক্রি করে আসছেন। তিনি সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য ও পেশাদার হরিণ শিকারি। তার বিরুদ্ধে এর আগেও হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে মামলা রয়েছে।
এসজি
