সরকারি ভাতার টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা বরখাস্ত
বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি ভাতার সাড়ে ৩ হাজার কাডধারীর টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সুবিধাভোগীদের মোবাইল নম্বরে টাকা না দিয়ে অন্য নম্বরে ভাতার টাকা পাঠাতেন বলে অভিযোগ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কালিগঞ্জে যোগদানের পর থেকে উপকারভোগীদের ভাতার টাকা অন্য নম্বরে চলে যাচ্ছিল। ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন ভাতাভোগীরা। এব্যাপারে ভুক্তভোগীরা অফিসে গিয়ে তাদের সমস্যার বিষয়টি জানালেও কোনো সুরাহা হয়নি। একপর্যায়ে ভাতা না পেয়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে এঘটনায় সমাজসেবা অধিদপ্তরের একটি দল তদন্ত করেন এবং তদন্তে অভিযোগের সত্যতা মেলায় রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এসএন