গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা, আদালতে স্বামীর স্বীকারোক্তি

নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের স্বামী রনি শেখ ও তার বন্ধু আব্বাস ফকির।
শনিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে নড়াইলের আমলী আদলতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের কাছে ১৬৪ ধারায় এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, গৃহবধূ আছিয়াকে হত্যার ১৫ ঘণ্টার মধ্যে তার স্বামী রনি শেখকে কালিয়া থেকে গ্রেপ্তার করা হয় এবং রনির বন্ধু আব্বাসকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরপরই পুলিশ রনির পিতা লিটু শেখ ও তার দুই ভাই ইমরান শেখ ও রুবেল শেখকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, ৪ নভেম্বর দুপুরে নড়াইল সদরের সড়াতলা গ্রামে নিজ বাড়ি থেকে গলা কাঁটা ও আগুনে পুড়ে যাওয়া গৃহবধূর আছিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী রনি পলাতক ছিল। এ ঘটনায় শনিবার নিহত আছিয়ার মা রেবেকা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এসআইএইচ
