কয়রার ইউপি চেয়ারম্যান আছের আলী বরখাস্ত
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছের আলী মোড়লকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সরকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
বুধবার (০২ নভেম্বর) কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান এ তথ্য জানান। আদেশে জানানো হয়, ইউপি চেয়ারম্যান আছের আলী ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(২) ধারা মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানায়, ২০১৩ সালের ৯ মার্চ আসামি ধরতে গিয়ে দক্ষিণ বেদকাশির আংটিহারা পুলিশ ফাড়ির পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম দুর্বৃত্তের গুলিতে নিহত হন। ওই মামলার তদন্তে ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়লের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদলতে তা গৃহীত হলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এএজেড