জুতার ভেতর দেড় কেজি সোনা!
চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্তে এক চোরাকারবারীর জুতার মধ্যে মিলল দেড় কেজি ওজনের ১৩ টি সোনার বার। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করেছে বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সৈনিকরা।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চোরাচালান ভারতে পাচার হবে।
এ সময় ফুলবাড়ী বিজিবি বিওপির নায়েব সুবেদার মোঃ দুলাল হক টহল দলের সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮৪/১১৩-টি হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে রাস্তা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে।
বিজিবি সশস্ত্র টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে তার মোটর সাইকেল ও পায়ের জুতা ফেলে দৌড়ে বুইচিতলা গ্রামের মধ্য দিয়ে পালিয়ে যায়। ফেলে রাখা জুতার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেট হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি ৫ শ ১৫.৮৫ গ্রাম।
এর আনুমানিক মূল্য ১ কোটি ৮ লক্ষ ৮ হাজার ৪ শত টাকা। স্থানীয় জনগনের মাধ্যমে জানা যায় পলাতক মোটর সাইকেল আরোহীর দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ মিকাইল হোসেন (৩০)। এ ঘটনায় দর্শনা থানায় মামলা হয়েছে। আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
এএজেড