ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি এক নারী ও পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-চট্টগ্রাম জেলার বাইতলি উপজেলার চন্দ্রনাসি গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (২৮) ও কুমিল্লা জেলার বিথি (২৫)। তাদের আইনি সহায়তা দিতে পুলিশের কাছ থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও গ্রহণ করেছে।
এ বিষয়ে জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। চার বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসারা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহায়তা চায় দেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।
এসআইএইচ