লালন শাহর ১৩২তম তিরোধান দিবস অনুষ্ঠান শুরু
কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়ায় লালন আঁখড়াবাড়িতে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী বাউল সম্রাট লালন শাহর ১৩২তম তিরোধান দিবসের। জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলামের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিভাবে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী তিরোধান দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
তিন দিনব্যাপী তিরোধান দিবসের অনুষ্ঠান ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে লালন তিরোধান দিবসের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ড. মো. শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম। আলোচনা সভা শেষে লালন মঞ্চে শুরু হয় লালন একাডেমির শিল্পী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীদের অংশগ্রহণে লালন সঙ্গীতানুষ্ঠান।
বাউল সম্রাট লালন শাহর ১৩২তম তিরোধান দিবসকে কেন্দ্র করে লালন আঁখড়াবাড়ির মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ উপলক্ষে দেশ বিদেশ থেকে লালন আঁখড়াবাড়িতে এসেছেন লালন ভক্ত অনুরাগীরা। কালীগঙ্গা নদীর তীরের মাঠে বসেছে গ্রামীণ মেলা। মেলায় পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।
এএজেড