যশোরে ৫ কেজি স্বর্ণের বার জব্দ

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ৪৩টি সোনার বার জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অগ্রভুলোট সীমান্তে অভিযান চালানো হয়। তিন পাচারকারী শরীরে ফিটিং করে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছিল। বিজিবি তাদের ধাওয়া করলে একটি কালো রঙের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ তল্লাশি করে সেখান থেকে ৫ কেজি ওজনের ৪৩টি বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় অগ্রভুলোট সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারীরা পালিয়ে যায় ভারতে।
এসএন
