ফেসবুকে আর্তনাদ, কপোতাক্ষ নদে মিশে গেল বাঁধ
'এভাবে চোখের সামনে গেলে কীভাবে সহ্য করবো? এই হচ্ছে রুয়ের বিল। দেখেন কীভাবে চলে যাচ্ছে। সবাই দোয়া করেন আল্লাহ্ যেন এই গজব থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ্ মাটিটা যেন দূরে সরে না যায়, ওটা যেন দাড়িয়ে যায়। আল্লাহ্ গো আল্লাহ্, আল্লাহ্ দাঁড়ায় যাও।' ঠিক এভাবেই ফেসবুকে ভিডিও পোস্ট করে আর্তনাদ করতে থাকেন সাতক্ষীরা আশাশুনি উপজেলার যুবলীগ নেতা তোষিকে কাইফু।
এবারের জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ৬নং ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ওই যুবলীগ নেতা। তবে গত শনিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার প্রতাপনগর ও আটুলিয়া ইউনিয়নের ৫টি পৃথক পয়েন্টের বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণা বাদ দিয়েই স্থানীয় ও ঠিকাদ্বারদের সাথে নিয়ে বাঁধ মেরামতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি। তবে কয়েকটি বাঁধ মেরামত করতে পারলেও শেষ রক্ষা হয়নি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুয়েরবিল পাঞ্জাখানা মসজিদ সংলগ্ন বেড়িবাঁধ।
সোমবার (১০ অক্টোবর) রাত ৮. ০৫ মিনিটে বাঁধের বড় একটি অংশ কপোতাক্ষ নদের সাথে মিলিয়ে যায়। ওইসময় নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোষ্ট করে এভাবেই আতর্নাত করতে থাকেন তিনি। পরে আরেকটা ভিডিও পোষ্ট করে যে যেখানে আছে তাদেরকে সেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারে এগিয়ে আসার আহব্বান করেন তিনি। এ দিকে ইউনিয়নের অধিকাংশ বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ায় বর্তমানে ভাঙন ও প্লাবন আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষের।
এ ব্যাপারে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ বলেন, 'বেড়িবাঁধে ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছিলো'। সোমবার থেকে পাউবো জিও বস্তা দিয়ে ভাঙন রোধে কাজ শুরু করে। স্থানীয়রাও সেচ্ছাশ্রমে কাজ করতে থাকে। তবে শেষ রক্ষা হলোনা। রুয়েরবিলের বাঁধের বড় একটি অংশ ভেঙে কপোতাক্ষ নদের সাথে মিশে গেছে।
এএজেড