উপকূলে বেড়িবাঁধে ধ্বস, নদী ভাঙন আতঙ্ক

সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরের গাবুরা লেবুবুনিয়া কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় আবারও নদী ভাঙনের আতঙ্কে রয়েছেন ওই এলাকার কয়েকহাজার পরিবার। সোমবার (৩ অক্টোবর) সকালে গাবুরার লেবুবুনিয়া এলাকার দেদারুলের বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে এ ভাঙন দেখা দেয়। তবে, দ্রুততম সময়ের ভিতরে জিও বস্তা ডাম্পিং না করা হলে আবারও প্লাবিত হতে পারে গাবুরা ইউনিয়ন। এ ব্যাপারে স্থানীয়রা বলেন, আমরা বেড়িবাঁধ নিয়ে সবসময় আতঙ্কে আছি! না জানি আবার কখন ঘরবাড়িসহ সব কিছু ভাসিয়ে নিয়ে যায় এই রাক্ষশি কপোতাক্ষ।
ক্ষোভপ্রকাশ করে তারা বলেন, আমরা ঘের-ভেড়িতে মাছ ছাড়তে না ছাড়তেই আবারও যদি নদী ভাঙন সৃষ্টি হয় এবং বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয় তাহলে আমাদের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যাবে। পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে বসবাস করতে হবে। তাই দ্রুততম সময়ের ভিতরে ওই বেড়িবাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক বলেন, গাবুরা লেবুবুনিয়া কপোতাক্ষ নদীর পাড়ে সোমবার সকালে ভাঙন সৃষ্টি হয়েছে বলে জেনেছি। ইতিমধ্যেই আমরা ভাঙন কবলিত স্থান পরির্দশন করেছি। পানি উন্নয়ন বোর্ডের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন দ্রুততম সময়ের ভিতরে ভাঙন কবলিত ওই বাঁধ মেরামত করা হবে।
এএজেড
