কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচন প্রতীক বরাদ্দ সম্পন্ন
আসন্ন কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম জেলা প্রশাসনের সভা কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
কুষ্টিয়া দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান। তিনি পেয়েছেন আনারস প্রতীক। অপর আরেক জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। তিনি পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
এছাড়াও কুষ্টিয়া জেলা পরিষদের ছয়টি সাধারণ ওয়ার্ডে ২৬ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে ১১ জন প্রার্থীর মধ্যেও বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের মাধ্যমে আজ থেকেই প্রার্থীরা পোস্টার ছাপানোসহ জনসংযোগ ও প্রচার প্রচারনা চালানোর সুযোগ পেলেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন এবল জমা দেন পরবর্তীতে ৬ জন সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে ৯৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এএজেড