‘সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার ও বিচারের রায় কার্যকর করে এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, তারা আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এজন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এক বছর আগে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাচাই করে প্রকাশ করা হয়েছে। এখন ওয়েবসাইটে তালিকা পাওয়া যায়। এর মধ্যে কেউ অমুক্তিযোদ্ধা থাকলে বা প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়লে তার সুনির্দিষ্ট অভিযোগ করারও আহ্বান জানান মন্ত্রী।
এসময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবুসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসজি