বর্ণিল আয়োজনে ছাদখোলা জিপে সাবিনাকে বরণ

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে বরণ করে নিয়েছে সাতক্ষীরাবাসী। সাফ চাম্পিয়নশীপের শিরোপা জেতার পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে মা মমতাজ বেগমের সাথে দেখা করার জন্য সাতক্ষীরা আসেন সাবিনা।
এসময় সাবিনাকে একনজর দেখার জন্য সাতক্ষীরা শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত সাবিনার বাড়িতে ভিড় জমাতে থাকেন হাজার হাজার মানুষ।
পরে সাতক্ষীরা সার্কিট হাউজ প্রাঙ্গণে পৌঁছালে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাবিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা শেষে সাফ চাম্পিয়নশীপের ট্রফি ও সেরা খেলোয়ারের গোল্ডেন বুট নিয়ে খোলা জিপে চড়ে সাতক্ষীরা সার্কিট হাউজ থেকে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সাবিনা। এ সময় রাস্তার দু'ধারে থাকা লাখো মানুষ হাত মেলে সাবিনাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এএজেড
