সাবিনার ব্যক্তিগত সাফল্যে উচ্ছ্বাসিত বৃদ্ধাশ্রমের প্রবীণরাও
ইতিহাস গড়ে সাফের শিরোপা জেতার পর ২১ সেপ্টেম্বর দুপুরে দেশের মাটিতে পা রেখেছেন বাংলার অদম্য মেয়েরা। ওইদিন সাফের শিরোপা নিয়ে ছাঁদখোলা বাসেই রাজধানীর রাস্তায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় চ্যাম্পিয়নদের যাত্রা। বাংলার দামাল মেয়েরা কথা রেখেছে, স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন সত্যি করে ছিনিয়ে এনেছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। বর্তমানে জয়ের আনন্দে ভাসছে সারাদেশ। সেই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের নিজ জেলা সাতক্ষীরা শহরের প্রবীণ আবাসন কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রবীণদের মাঝেও।
২০১৫ সালের পহেলা জুলাইয়ে আরা সংস্থার উদ্যোগে গড়ে ওঠা বৃদ্ধাশ্রমটি এখন সাতক্ষীরা জেলাসহ পাশ্ববর্তী জেলার বৃদ্ধ-বৃদ্ধাদের শেষ বয়সের ঠিকানা ও আশ্রয় হয়ে উঠেছে। চরম অনিশ্চয়তা নিয়ে যারা এ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, তারাও খুঁজে পেয়েছেন তাদের শেষ বয়সের নিরাপদ ও নিশ্চিত আবাসস্থল।
তবে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া এ সমস্ত প্রবীণদের শেষ বয়সের নিশ্চিত ঠিকানাও অধরা স্বপ্নে পরিণত হয়েছিল করোনাকালীন সময়। ঠিক সেই দুঃসময়ে বৃদ্ধাশ্রমটিতে আশ্রয় নেওয়া প্রবীণদের মাঝে এই প্রতিবেদকের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেন ফুটবলার সাবিনা। এ কারণে সাবিনাকে নিয়ে গর্বিত তারা।
বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া প্রবীণরা জানান, এই বৃদ্ধাশ্রমে ঠাঁই নেওয়া ২৬ জন প্রবীণের গল্প সবার ক্ষেত্রে এক রকম নয়। কেউ এসেছেন দেখভাল করার মতো কেউ নেই বলে, কেউ এসেছেন পরিবারে চরম অবহেলার শিকার হয়ে, কেউবা নতুন প্রজন্মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না বলে। তবে নিজ পরিবার থেকে আশ্রয় নেওয়া প্রবীণরা বিতাড়িত হলেও ফুটবলার সাবিনা খাতুন প্রবীণদের পাশে ছিলেন। সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর রাখলেও কখনও প্রচার করেননি নিজের নাম।
বৃদ্ধাশ্রমে দেখভালের দায়িত্বে থাকা নজরুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে অনেক কষ্টের ভিতরে ছিল প্রবীণরা। ঠিক ওইসময় ফুটবলার সাবিনা খাতুন প্রবীণদের পাশে দাঁড়িয়েছিলেন অজ্ঞাত পরিচয়ে। পরে আমরা সাবিনার নাম জানতে পারি।
তিনি বলেন, বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া প্রবীণরা গর্বিত সাবিনাকে নিয়ে। তার দক্ষ নেতৃত্বে দলগত অর্জনের পাশাপাশি সাবিনার ব্যক্তিগত সাফল্যে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া প্রবীণরা আনন্দিত ও উচ্ছ্বাসিত। সবসময় প্রবীণরা সাবিনার জন্য দোয়া করে যাতে সে যেন আরও ভালো করতে পারেন।
এ ব্যাপারে বৃদ্ধাশ্রমটির পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বৃদ্ধাশ্রমটি স্থাপিত পর থেকেই প্রচারের আড়ালে থেকে যে সমস্ত মানুষেরা প্রবীণদের পাশে ছিলেন তাদেরই একজন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাবিনার নেতৃত্বে দল শিরোপা জিতেছে। এতে করে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া প্রবীণদের মাঝে উৎসব বিরাজ করছে। এ কারণে আমরা বৃদ্ধাশ্রম ও আরা সংস্থার পক্ষ থেকে সাবিনাকে সাধুবাদ জানাচ্ছি।
এসআইএইচ