গাংনী মেয়রকে এরশাদ শিকদারের সাথে তুলনা
মেহেরপুরের গাংনী পৌরসভার বর্তমান মেয়র আহমেদ আলীকে খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সাথে তুলনা করে তার বিরুদ্ধে লুটপাট, দূর্নীতি, জনদুর্ভোগ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তুলেছেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: সাহিদুজ্জামান শিপু। বৃহস্পতিবার রাতে গাংনী বাজারে অবস্থিত তাঁর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিপু এই সমস্ত অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে শিপু অভিযোগ তুলে বলেন, বর্তমান মেয়র আহম্মদ আলী ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর পরাজিত হওয়ার পর দীর্ঘ ৫ বছর এলাঙ্গি বিলে মাছ চাষ করেছেন। কিন্তু নেতাকর্মীদের পাশে দাঁড়াননি এমনকি খোঁজখবর নেননি। দলের সেই দু:সময়ে আমরা এই নেতাকর্মীদের ধরে রেখেছিলাম বলেই আজকে তিনি পুণরায় মেয়র নির্বাচিত হয়ে এখন লুটপাট দুর্নীতির মাধ্যমে পৌরসভা কে ভাগাড়ে পরিণত করেছেন।
এর আগে করোনার সময় খামারের হাঁস মরে গেছে এমন অজুহাতে সরকারের কাছে অর্থ সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষ্ট্যাটার্স দিয়েছিলেন। অথচ এখন সেই মেয়র দূর্নীতির মাধ্যমে গাড়ী বাড়ি জমিজমা ও টাকার পাহাড় গড়ে তুলেছেন।
শিপু বলেন- আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক নেই অথচ বিএনপির নেতা জিয়ার সাথে সখ্যতা গড়ে তুলে আওয়ামীলীগের নিবেদিত প্রাণ থানাপাড়ার খোকন, আক্কাস, রফিককে ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্র দিয়ে ধরিয়ে দিয়েছিলেন। এমনকি সুইপার কলোনি উচ্ছেদ করে দোকান তৈরি করার চেষ্টা করেছিলেন। সেই সময় আমি আর কৃষকলীগ নেতা রিন্টু দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মেয়রের সেই অপচেষ্টাকে রোধ করি। আমরা চাই মেয়র তার কর্মের মাধ্যমে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মুখ উজ্জ্বল করবে। তা না করে তিনি লুটপাটে ব্যস্ত।
ইতোপূর্বে দুর্নীতি মামলায় বরখাস্ত হলেও পুনরায় দলের টিকিট নিয়ে মেয়র হওয়ার পর বিএনপির জিয়া সহ কতিপয় লোকজনের কাছে জিম্মি হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতা মেয়র আহমেদ আলী। শিপু আরও বলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি জলো আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের নাম ভাঙ্গিয়ে মেয়র আহম্মদ আলী গাংনী পৌরসভার মানুষকে জিম্মি করেছেন। তাই নিজের মনগড়া তথ্য দিয়ে দলের যে কোন নেতার বিরুদ্ধে অপপ্রচার করে দলের ঐক্যে দূরত্ব সৃষ্টি করেন।
তিনি বলেন- আমি নিষিদ্ধ কোন সংগঠন থেকে রাজনীতিতে আসিনি। উচ্চশিক্ষা এবং পারিবারিক সুশিক্ষা নিয়ে রাজনীতিতে এসেছি। অথচ- মেয়র নিজের অপকর্ম আড়াল করতে মিথ্যা তথ্য দিয়ে সম্পূর্ণ উদ্দ্যেশ্যমূলকভাবে আমার রাজনৈতিক জনপ্রিয়তা ক্ষুন্ন করার স্বার্থে আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমন করছেন। সাহস থাকলে আমার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমান করুক। যতই ষড়যন্ত্র আর মিথ্যাচার করুক না কেন জনগনের সমস্যা ধারাবাহিকভাবে তুলে ধরার প্রতিশ্রতি দিয়ে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন শিপু।
চাঁদাবাজদের জন্য অভয়ারণ্য সৃষ্টি করেছেন মেয়র আহমেদ আলী। তাই তিনি নির্বাচিত হওয়ার পর গাংনীর সংযোগ সড়কগুলোর সড়কবাতি কেটে দিয়েছে দাবি করে সাহিদুজ্জামান শিপু মেয়র আহমেদ আলীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওপেন ভোট হলে মেয়র আহমেদ আলীর জামানত বাজেয়াপ্ত হবে।
সংবাদ সম্মেলনে সাহিদুজ্জামান শিপু বলেন, গাংনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের নামে জনদূর্ভোগ তৈরি করেছেন। গাংনীর একমাত্র খেলার মাঠে পানি জমে থাকে। দীর্ঘদিন মাটি ফেলে রাখার কারনে খেলাধুলা বন্ধ রয়েছে। অপরিকল্পিক উন্নয়নের কারণে শহরের বেশিরভাগ এলাকার রাস্তার দুপাশে মাঠি কেটে খানাখন্দ তৈরী করে রেখেছেন। যে খানাখন্দগুলো বর্ষার পানি জমে আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অনেকেই এই সমস্ত খানাখন্দে পড়ে আহত হচ্ছেন। মেয়রের এই দূর্ভোগের চালচিত্র তুলে ধরা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর এতে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী আমাকে সহ পৌরবাসিদের উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।
শিপু সংবাদ সম্মেলনে গাংনী পৌরসভার অনিয়ম দূর্নীত ও সমস্যা তুলে ধরে ধারাবাহিক সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল,মারুফ হোসেন,বাজার কমিটির সাধারন সম্পাদক মো: রফিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড