কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ঝড়ল ৪ প্রাণ
কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের ১১ মাইল ও কুমারখালীর আলাউদ্দিন নগর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
কুমারখালীতে নিহত তিনজন দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন ওই গ্রামের বারিক দফাদারের ছেলে গাফ্ফার (৩৮), আজিল প্রামানিকের ছেলে সানোয়ার (৪০) এবং জাহিদ। পেশায় সকলে সবজি চাষী। আর কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে নিহত অপরজন ট্রাক হেলপার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তিন সবজি চাষী বাধা কপি বোঝাই করে একটি ভ্যানযোগে রাজবাড়ীতে যাওয়ার সময় কুমারখালীর আলাউদ্দিন নগরে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা নির্মাণ শ্রমিকদের বহনকারী অপর একটি স্যালো ইঞ্জিন চালিত করিমন নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় সবজি বোঝাই ভ্যান ও করিমন উল্টে গিয়ে দুমড়ে-মুচরে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ভ্যান আরোহী নিহত হয়। এ সময় শ্রমিক বহনকারী করিমনের ৯ জন আরোহী শ্রমিক ভ্যান আরোহী একজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে একই দিন ভোরে কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের ১১ মাইল নামক স্থানে ঝিনাইদহ অভিমুখী রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকের পিছন দিক থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে থেমে থাকা ট্রাকের হেলপার ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পৃথক দুটি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আহত নিহতদের সবার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তাদের তথ্য জানতে পুলিশ কাজ করছে।
এসআইএইচ