জেলা পরিষদ নির্বাচন
বাগেরহাটে নৌকার টিকিট পেলেন শেখ কামরুজ্জামান টুকু
আসন্ন বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায়।
তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে একমাত্র জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মনোনয়ন দেওয়ায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট জেলা সদরের রাখালগাছি ইউনিয়নের সুনগগর গ্রামে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম এসএম বদিউজ্জামান আর মা মরহুমা রউফুন্নেছো। ১৯৬২ সালে লোহাগড়ার লক্ষীখোলা হাইস্কুল থেকে এসএসসি, ১৯৬৪ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৬৬ সালে আযম খান কর্মাস কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৬২ সালে পূর্ব পকিস্তান ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। ১৯৬৪ সালে খুলনা শহর ছাত্রলীগের আহ্বায়ক ও ১৯৬৬ সালে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৬ সালের ছয় দফা ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬৬-১৯৭৯ সাল পর্যন্ত কমপক্ষে ১০ বার কারাবরণ করেছেন। ১৯৬৬ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই থেকে বঙ্গবন্ধুর বিশ্বাসভাজন হয়ে উঠেন তিনি। ১৯৭০ সালে খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান ছিলেন। ১৯৭১ সালে ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর তার পরামর্শে খুলনা শহরের বিভিন্নস্থানে ছাত্র ও যুবকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু হয়।
এবার বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও ৯ উপজেলায় সাধারণ সদস্য পদে ৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৩ জন প্রার্থী নির্বাচিত হবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। রবিবার দুপুর পর্যন্ত ২০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বলে জানান বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা সেখ মুহাম্মদ জালাল উদ্দীন।
এসজি