কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মহাসমাবেশ
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদেরবিচার সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল তিনটায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল।
কুষ্টিয়া সাংবাদিক কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের যুগ্ন-মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা।
এ সাংবাদিক মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি গোলাম মওলা, কুষ্টিয়া এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক নূর আলম দুলাল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মিলন উল্লাহ্, সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান মজু প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক রুবেল হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন যদি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক রুবেল হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার না করা হয় এবং বিচারের আওতায় না নিয়ে আসা হয় তাহলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে দেশজুড়ে কঠোর আন্দোলনের গড়ে তোলার ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, গত ৩ জুলাই রবিবার রাত ৯টার দিকে সাংবাদিক রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে মোবাইলে একটি কল পেয়ে তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিলো। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার (৩ জুলাই) রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর- ২০৩।
এর পর গত বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ।
এ ঘটনায় শুক্রবার (৮ জুলাই) নিহত হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১২।
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করতেন। এছাড়াও তিনি অপর এক পাটনারের সাথে বিএডিসিতে ঠিকাদারি ব্যবসা করতেন।
এএজেড