পুটখালী সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
বেনাপোলের পুটখালী সীমান্তে ১০ পিস স্বর্ণের বার একটি মোটর সাইকেলসহ দুই পাচারকরীকে আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃত দুইজন হলেন, বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের মো: রমজান আলী হাবিবুর রহমান (২৯) ও মোঃ আবু বক্কর আক্তারুল ইসলাম (২৫)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালী সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদের পাশে রাস্তার উপর দুই পাচারকারী অবস্থান করছে, এমন সংবাদে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়।
পরে দুই পাচারকারীর দেহ তল্লাশি করে জিন্সের প্যান্টের পকেট থেকে ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এএজেড