কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আরেকজনের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারার দফদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছাল। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঢাকার হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ওই ব্যক্তির নাম বিদ্যুৎ হোসেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী এলাকার বিল্লাল হোসের ছেলে এবং দফাদার ফিলিং স্টেশন হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাত ১২ টার পরে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় বিদ্যুৎ হোসেন নামের একজনের মৃত্যুর হয়েছে।
এর আগে গত শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেলবাহী ট্যাংকার থেকে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহাজুল ও বিজয় নামে দুজনের মৃত্যু হয়। এর পর গত ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মো. রাজিব উদ্দিন ও ১৮ আগস্ট রিমন নামের এক শিশুর মৃত্য হয়।
এসআইএইচ