কুষ্টিয়ায় অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরের অস্ত্র মামলায় মো. জুয়েল হোসেন (৩১) নামে এক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল দৌলতপুর উপজেলার ইনসাফ নগর চরপাড়া এলাকার মৃত আলাউদ্দিন কসাইয়ের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি রাতে কুষ্টিয়ার দৌলতপুর থানার ৪৭ বিজিবি সি কোম্পানি চিলমারী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে জিআর ৬৭৮৭৯ নম্বর শিট-৭৬/১২.১৬ মেইন পিলার ৮৫/১২’র কাছ থেকে মো. জুয়েল হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এ সময় আটক আসামি জুয়েলের দেহ তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে তারা।
এ ঘটনায় ২০২১ সালের ২৯ জানুয়ারি বাদী হয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন ৪৭ বিজিবি সি কোম্পানি চিলমারী বিওপির সিপাহী মো. মাহাবুর আলম । পরে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার (৫ সেপ্টেম্বর) রায়ের দিন ধার্য করেন।
এসআইএইচ