কুষ্টিয়ার প্রতি নেপালের উপ-রাষ্ট্রদূতের ভালোবাসি
বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ-রাষ্ট্রদূত কুমার রায় বলেন, বাংলাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, কুষ্টিয়াকে ভালোবাসি। কুষ্টিয়ার মানুষ খুবই অতিথি পরায়ণ। আমি আবারও কুষ্টিয়ায় আসতে চাই।
কুষ্টিয়ায় ব্যক্তিগত সফররত কুমার রায় শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপ-রাষ্ট্রদূত আরও বলেন, আমি লালনের বাণী শুনেছি। তার প্রতিটি বাণী আমার মন ছুঁয়ে গেছে। কুষ্টিয়ার এই পুণ্য ভূমিতে বাউল সম্রাট ফকির লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যিক মীর মশাররফ হোসেন, মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারসহ বেশ কিছু গুণী মানুষের স্মৃতি রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে এই জেলার মানুষ অসামান্য অবদান রেখে চলেছে। এই জেলায় আসার ইচ্ছাটা আমার অনেক দিনের। কুষ্টিয়ার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি আবারও এই কুষ্টিয়ায় আসতে চাই।
জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার, শহীদুল ইসলাম রবি, কালচারাল অফিসার সুজন রহমান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বাবু এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কুটু।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার পক্ষ থেকে উপ-রাষ্ট্রদূত কুমার রায়কে উত্তরীয় পরিয়ে হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেসময় কুমার রায় মঞ্চে উপস্থিত সকল অতিথিসহ দৈনিক সময়ের কাগজ পত্রিকা কুষ্টিয়ার বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল (শুভ) কে নেপালের টুপি উপহার হিসেবে মাথায় পরিয়ে দেন।
এ ছাড়া অনুষ্ঠান চলাকালীন হঠাৎ উপস্থিত কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নাজমুন নাহার, কুষ্টিয়া ফিল্ম সোসাইটি ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এবং সম্মিলিত সামজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পলল নেপালের উপ-রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্মাননা অনুষ্ঠান শেষে মঞ্চে নেপালের উপ-রাষ্ট্রদূত কুমার রায়ের সম্মানার্থে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
কবি কনক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক খন্দকার সোহেল টানু, স্টাফ রিপোর্টার হেলাল মজুমদার, আহাদুজ্জামান তন্ময়, মেজবাহুর রহমান ও ফটো সাংবাদিক আল আমিন রাব্বিসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
ব্যক্তিগত সফরকালে দুদিন আগে নেপালের উপ-রাষ্ট্রদূত জেলার বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেন। তা ছাড়া তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত মেহেরপুর জেলার মুজিবনগর এলাকাও পরিদর্শনে যান।
এসজি