সাতক্ষীরায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে আখ ব্যবসায়ীর মৃত্যু
সাতক্ষীরার দেবহাটায় বালুভর্তি ট্রাক ও ভ্যানের সংঘর্ষে আবুল কালাম (৪৫) নামে এক আখ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার সখীপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সখীপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম আখ নিতে ভ্যান চালিয়ে সখীপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আবুল কালাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ সখীপুর হাসপাতালে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসআইএইচ