যশোরে যুবলীগের কর্মী হত্যা মামলায় কারাগারে ফন্টু চাকলাদার
যশোরে যুবলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগের কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে এতদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফন্টু চাকলাদার। পরে বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসজি/