বেনাপোলে ঘোষণা বহির্ভূত আমদানি করায় জরিমানা
বেনাপোল স্থলবন্দরে ১২ আমদানিকারক ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় রবিবার (৭ আগস্ট) জরিমানাসহ অতিরিক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ টাকা রাজস্ব আদায় করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের গোপন তথ্য ও অভিযানে গত ৪ আগস্ট (বৃহস্পতিবার) স্থলবন্দরের ৩১ নম্বর শেড থেকে এসব পণ্য জব্দ করা হয়।
আমদানিকৃত ফলের মধ্যে ছিল আনার, আপেল, মাল্টা ও টমেটো। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এনি এন্টার প্রাইজ, হাসান হোসেন এন্টার প্রাইজ, সাব্বির ট্রেড ইন্টারন্যাশনাল, বিকে ফুড লি. ঢাকা, মেসার্স আল্লাহ দান ঢাকা, জেএইচ ট্রেড ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ, আরাফাত ট্রেড ইন্টারন্যাশনাল, হাসান হোসেন ট্রেড ইন্টারন্যাশনাল, সোনালী ট্রেড ইন্টারন্যাশনাল, ফারিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, আনাস ফুড ও গাজী ইন্টারন্যাশনাল।
ওইসব পণ্য খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টার প্রাইজ। এর মধ্যে ৬ আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য খালাসের দায়িত্বে ছিল বহুল আলোচিত সরকারি শুল্ক ফাঁকির মহানায়ক রয়েল এন্টার প্রাইজের। এর আগে আমদানিকৃত ৩৯টি পণ্যবোঝাই ট্রাক নিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ওই শেড থেকে বের হয়েছিল রয়েল।
তারও আগে রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিকবার ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে এবং স্থলবন্দরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে আবার লাইসেন্স পেয়েছে। রয়েল এভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছে।
এসজি/