বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেওয়ার চিন্তা করা হয়েছে: টুকু
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ৩১ দফা উপস্থাপন করেছেন আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। সেই ক্ষেত্রেও উনি প্রাথমিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে ৩১ দফাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং আগামী নির্বাচনে আপনাদের দোয়াসহ ভোটে একটি নির্বাচনের মাধ্যমে এবং আল্লাহর রহমতে রাষ্ট্র বা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাই তাহলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেওয়ার চিন্তা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলা বাড়িতে প্রতিষ্ঠিত মাদরাসায়
ডাঃ মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যদি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সর্বশেষ সকল শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ব্যয় করা হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যাপারেও ৩১ দফায় আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান জাতীর সামনে যে ৩১ দফা দিয়েছে সেখানে স্বাস্থ্য সেবার কথাও উল্লেখ করা হয়েছে। একটি জাতি তখনি উন্নত হবে যদি জাতি শিক্ষিত হয়।
ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রসঙ্গে টুকু বলেন, এ দেশটি কিন্তু সবার, এটি কারো একার নয়। মানুষের যে- অধিকার মৌলিক অধিকার, নাগরিক অধিকার, ভোটের রাজনীতি, বিগত দিনে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার ধ্বংস করেছে। ২০১৪, ১৮ এবং ২০২৪ সাল এই যে ভোট হয়েছে আপনারা কি ভোট দিতে পারেছেন?। সে সময় কেউ কিন্তু নাগরিক সঠিকভাভে প্রয়োগ করতে পারেনি। স্বৈরাচার তার পছন্দমতো কাজ গঠন করেছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা বলতে চাই একটি ভোটের মধ্য দিয়েই ভালো সরকার, জণগণের প্রতিষ্ঠিতহোক এটাই মানুষের চাওয়া। এই চাওয়া ব্যতয় ঘটিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা। এই ক্ষমতায় থাকার জন্য যত অপকর্ম সব করেছেন। মানুষকে ঘুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, জেলে নির্যাতন করেছেন। আমার বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর মুক্তি পেয়েছেন ফ্যাসিবাদের বিদায়ের পর। কোন কারণ তার জীবন থেকে ১৭টি বছর কেড়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনাদোষে তাকে জেলে দেওয়া হয়েছিল। এই রকম বাংলাদেশ কিন্তু চাই না। আমরা চাই সকলে মিলে সৌহার্দ্যপূর্ণভাবে এবং সহমর্মিতাভাবে ভাই ভাই হয়ে পথ চলতে চাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মনের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশটি পেয়েছি আমরা। বাংলাদেশে যাতে আর কোনো দিন স্বৈরাচার ও খুনি চক্রের আর্বিভাব না ঘটে সে জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)